[১] ধর্মীয় ভাব-গাম্ভীর্যে খ্রিস্ট ধর্মাবলম্বীদের ভস্ম-বুধবার পালিত
আমাদের সময়
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৩
ভিকটর কে. রোজারিও: [২] পাপের প্রায়শ্চিত্ত হিসেবে গির্জায় গিয়ে কপালে ছাই মেখে দিনটিকে বিশেষ মর্যাদায় পালন করেছেন বাংলাদেশের খ্রিস্টানরা। মানুষ যে মাটি থেকে এসেছে এবং আবার মাটিতেই ফিরে যাবে সে কথা স্মরণ করে প্রতি বছর চল্লিশ দিনের উপবাসকাল বা প্রায়শ্চিত্তকালের শুরুতে এ দিনটি পালন করেন তারা। [৩] দিবসটি উপলক্ষ্যে এক উপদেশ বাণীতে রাজশাহী কাথলিক ধর্মপ্রদেশের …